বাগেরহাটের রামপাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের তিন জন নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে খুলনা হাসপাতালে নেয়া হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রামপাল থানা পুলিশ জানায়, উভয় পক্ষের আহতরা জানান, রবিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ফকির আবু জাফর ও মোতালেব হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় লাঠি, রড নিয়ে হামলা চালায়। হামরায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদেন মধ্যে মোতালেব হোসেন গ্রুপের রুবেল মোল্লা (২৯), আব্দুল্লাহ ফকির (২৩), রহমত আলী (১৯), মোতালেব ফকির (৫০), আয়শা বেগম (৪৫), নূরজাহান বেগম (৩৮), ও শায়লা বেগম (৩৫)। ফকির আবু জাফর গ্রুপের আহতনা হলেন, ফকির আবু জাফর (৫০), সাইফুল ফকির (২৫), ইমরান ফকির (৩০), মাহাবুব (২২), রবিউল (৩৫), জাহিরুল, শাহাদাৎ ফকির (৫৫) ও সেকেন্দার ফকির (৫৫)। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে খুলনা হাসপাতালে নেয়া হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম