নড়াইলের লোহাগড়ায় আবু হুরাইয়া নামে পাঁচ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের টুটুল শেখের মেয়ে।
শিশুটির পিতা টুটুল শেখ জানান, অন্যান্য দিনের মত ১০টার দিকে সকালের খাবার শেষে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। ঘণ্টাখানেক পর সকাল ১১টার দিকে হঠাৎ করে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটির সৎ মায়ের কান্নাকাটিতে স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে দেখতে পান শিশুটির মুখ থেকে ফেনা বের হচ্ছে। দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির স্বজন সূত্রে আরও জানা গেছে, আবু হুরাইয়ার বাবা পেষায় কৃষক। প্রায় পাঁচ বছর আগে নিহত শিশুটির জন্মের সময় মা অস্ত্রোপচার জনিত কারণে মারা গেলে তিনি দ্বিতীয় বিবাহ করেন।
শিশুটির মৃত্যুর বিষয়ে সম্পর্কে জানতে চাইলে নড়াইল সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু জানান,‘ধারণা করা হচ্ছে বিষ ক্রিয়ায় শিশুটির মৃত্যু হতে পারে। হাসপাতালে ভর্তি হলে কিছু সময় চিকিৎসা দেয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশি তদন্তে সঠিক ঘটনা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।’
এ প্রসঙ্গে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম