ময়মনসিংহের ফুলপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে একটি ল্যাপটপ চুরি হয়েছে। গত শুক্র ও শনিবার দুই দিন ছুটি শেষে আজ রবিবার সকাল ১০টার দিকে অফিস সহায়ক চাঁদনী খাতুন অফিস কক্ষ খুলতে গিয়ে ওই চুরির ঘটনা টের পান।
জানা যায়, অফিসের দরজার লকআপ কেটে ভেতরে ঢুকে কে বা কারা একটি ল্যাপটপ নিয়ে যায়। ল্যাপটপটিতে অফিসিয়াল অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষিত ছিল।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক বলেন, আমি ফুলপুর থানায় অবস্থান করছি। জিডির প্রস্তুতি চলছে। ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর