টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। রবিবার ও শনিবার মধ্যে রাতে কালিহাতী এবং মির্জাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর উপজেলার কান্দিভিটা গ্রামের আবুল হোসেনের স্ত্রী সুলতানা রিজিয়া (৬৫) ও মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের শওকত হোসেনের ছেলে সোলায়মান হোসেন (১৭)। সোলায়মান মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলো এবং টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গানসাড়া ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে রেজাউল (২৫)।
রবিবার দুপুরে মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকায় সিএনজিকে অতিক্রম করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র সোলায়মানের মৃত্যু হয়। এ সময় সাথে থাকা তার সাথে থাকা কলেজ ছাত্র রাকিব ও মেহেদী গুরুতর আহত হয়। পরে তাদের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
গোড়াই হাইওয়ে থানার এস আই রফিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার নতুন বাইপাস এলাকা রাত সাড়ে সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা একটি বাস নাটোরগামী মাইক্রোবাসকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ভেতরে থাকা সুলতানা রিজিয়ার মৃত্যু হয়।
অন্যদিকে, দুপুরে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-মহসড়কের পৌলী এলাকায় ট্রকচাপায় রেজাউল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ মোটরসাইকেল আরোহী।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম