বগুড়ার সোনাতলায় মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প ও ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ সেবা প্রকল্পের আওতায় ১১ জন মাছচাষীর মাঝে উপকরণগুলো বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পপি খাতুন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, যুব উন্নয়ন অফিসার গোলাম সরোয়ার, নির্বাচন অফিসার আশরাফ হোসেন প্রমূখ। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সার, খৈল ও খাদ্য।
বিডি প্রতিদিন/এএ