বরগুনার বিষখালী নদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়। প্রায় ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করে বিকেলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে তা পুড়িয়ে ফেলা হয়।
পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার এম জামির সিপিও’র নেতৃত্বে বিষখালী নদীর বরগুনার নিশানবাড়ীয়া, পাথরঘাটা, বাদুরতলা ও জীনতলা এলাকায় পোনা মাছ নিধনে ব্যবহৃত অবৈধ জাল জব্দের অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, অবৈধ জাল ব্যবহার করে বিশখালী, বুড়ীশ্বর আর বলেশ্বর নদীতে এক শ্রেণির অসাধু ব্যক্তি বিভিন্ন প্রজাতীর মাছের পোনা নিধন করে চলছে। এদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কমান্ডার।
বিডি প্রতিদিন/এমআই