টাঙ্গাইলে সংসদ সদ্যসের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার প্রদান করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। এছাড়া মেয়রসহ সরকারি অফিসের কর্মকর্তাদের সিল মোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনদের নকল জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কুমুদিনী কলেজগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শোয়েব খান (৩০) ঘাটাইল উপজেলার নিয়ামতপুর এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২৭টি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিল মোহর, জাতীয় সংসদ সদস্যদের নাম ও জাল স্বাক্ষর সম্মিলিত ২০টি ডিও লেটার এবং বিভিন্ন লোকজনদের ৮০টি নকল জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে তার তৈরি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিল মোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনদের নকল জন্ম নিবন্ধন সনদ প্রধান করতেন।
এছাড়া জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সম্মিলিত ডিও লেটার প্রদান করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই