খুলনার ফুলতলা এমএম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকাণ্ডে জড়িত কাজী শাহরিয়ার আহম্মেদ প্রান্ত (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহরিয়ার আহম্মেদ প্রান্ত উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের কাজী সাকির হোসেনের ছেলে। সোমবার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহার জবানবন্দির ভিত্তিতে সিআইডি তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ৩১ মার্চ ফুলতলা পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মেয়েদের ছবি তোলা ইভটিজিংয়ে বাধা দেওয়ায় কলেজছাত্র আলিফ রোহানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন।
বিডি প্রতিদিন/এএম