আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে করোনা মহামারিকালে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, কিভাবে দেশের নেতৃত্ব দিতে হয়। শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রোল মডেল।
মঙ্গলবার বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যকালে তিনি একথা বলেন।
এস এম কামাল বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি বিনষ্টককারী অপশক্তি বিএনপি-জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই