কালবৈশাখীর ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। বুধবার সকালে পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ফেরিঘাটে ভোগান্তি সৃষ্টি হয়েছে। ফেরিঘাটের উভয়পাড় থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি ঝড়ের কবলে পড়ে। দুইটি ফেরি প্রায় দেড় ঘণ্টা পর ৩ ও ৭ নং ফেরিঘাটে পৌঁছায়।
তড়িঘড়ি করে ঘাটে পৌঁছানোর কারণে ফেরিঘাটের র্যাম দুইটি ক্ষতিগ্রস্ত হয়। দুপুরের মধ্যে র্যামগুলো মেরামত করে ফেরিঘাট কর্তৃপক্ষ। এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে শত শত যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকে। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
ফেরিঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরিপারের অপেক্ষায় রয়েছে। থেমে থেমে বৃষ্টির কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে দুপুর পর্যন্ত ফেরিপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস রয়েছে। এ প্রান্তের সচল থাকা চারটি ঘাট দিয়ে ১৯ টি ফেরি ফেরি চলাচল করে।
আটকে পড়া ঢাকামুখী বাসযাত্রী মনিন্দ্রনাথ বিশ্বাস বলেন, প্রায় দুই ঘণ্টা ফেরির অপেক্ষায় থেকে সিরিয়াল পেয়েছি। আসলে প্রাকৃতিক দুর্যোগ না হলে তেমন সমস্যা হতো না। তবে ট্রাক চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, সকালে কালবৈশালী ঝড়ে ঘণ্টা খানেক ফেরি চলচল বন্ধ ছিল। এক ঘণ্টা ফেরি বন্ধ থাকার ভোগান্তি দিনরাত পোহাতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেরি বন্ধ থাকলে আমাদের কিছু করার নেই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন