ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের (৩৭) অকাল মৃত্যুতে তার অবুঝ দুইটি শিশু সন্তানের দায়িত্ব নিয়েছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
মঙ্গলবার রাতে ফেনীর মিজান ময়দানে জুয়েলের নামাজে জানাজায় অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি। তার আগে জুয়েলের দাফনের জন্য গোরস্থানের একটি জায়গা নিয়ে দেন তিনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১২.২০ মিনিটে তিনি হার্ট অ্যাটাক করলে পরিবারের সদস্যরা ফেনী হার্ট ফাউন্ডেশনে তাকে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন