চাঁপাইনবাবগঞ্জে ঝড় ও বৃষ্টিতে আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঝড়-বাতাসসহ ব্যাপক বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৃষ্টি ও ঝড়ো বাতাসে বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দমকা বাতাসসহ বৃষ্টিতে সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় আম ও বোরো ধানের কিছু ক্ষতি হলেও তা ফলন বিপর্যয়ে প্রভাব ফেলবে না। তবে মাঠ পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরুপণের জন্য কাজ চলছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানসহ সদর উপজেলার ঝিলিম, রানিহাটি, সুন্দরপুর, মহারাজপুর, ইসলামপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়ন, নাচোল উপজেলার নেজামপুর এবং শিবগঞ্জ উপজেলার পৌরসভা, মনাকষা, নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ইউনিয়নের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হয়। এতে সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলায় ১৫৭৫ হেক্টর জমির ধান, শিবগঞ্জ উপজেলায় ৫ হাজার ৫০০ হেক্টর আম বাগান ও সদর উপজেলায় ২৯৫ হেক্টর আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সদর উপজেলায় ৭৫ বিঘা ও শিবগঞ্জ উপজেলায় ১৯৫ বিঘা জমির শাক-সবজিসহ ভুট্টা ও লিচু নষ্ট হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম জানান, বেশ কিছু স্থানে ঝড়-বৃষ্টি হওয়ায় আমসহ অন্যান্য জমির ফসলের কিছু ক্ষতি হয়েছে। তবে এটি ফলন বিপর্যয়ে কোনো প্রভাব ফেলবে না।
বিডি প্রতিদিন/এমআই