মাগুরার মহম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে কবির মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত শনিবার স্থানীয় একটি সালিশী বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
মাগুরা মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হক জানান, একটি মেয়েলী ঘটনা নিয়ে মোবারকপুর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে একটি সালিশী বৈঠক হয়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে মোবারকপুর গ্রামের রইচ মোল্যার দুই ছেলে আকবর মোল্যা ও কবির মোল্যাকে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। আহত দু’জনের মধ্যে আশংকাজনক অবস্থায় কবির মোল্যাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। অপর আহত আকবর হোসেন মোল্যা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন আছে।
বিডি প্রতিদিন/এএ