মানিকগঞ্জের দৌলতপুরে ফিরোজা বেগম (৫৫) নামের এক কৃষাণী বজ্রপাতে মারা গেছেন। আজ বুধবার উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা রৌহা গ্রামের আবুল হোসেনের স্ত্রী, সে তিন সন্তানের জননী।
এলাকাবাসী ও স্বজনরা জানান, ফিরোজা নিজ জমিতে সকালের দিকে ভুট্টা ক্ষেতে কাজ করতে গেলে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তার শরীরের বেশ কিছু অংশ জলসে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফিরোজা তার জমিতে বৃষ্টির সময় ভুট্টা কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পরে। এ সময় আসে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাড়ি আনার সময় পথেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ