বাগেরহাট শহরতলীর মুন্সিগঞ্জ ব্রিজের বাইপাস সড়কে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন গোটাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম। শুক্রবার রাতে এ হামলার পর গুরুতর আহত ইউপি সদস্যকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, গোটাপাড়া ইউনিয়নের মেম্বার মনিরুল ইসলাম গ্রামের বাড়ি সদর উপজেলা ভাটশালা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে শুক্রবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুন্সিগঞ্জ ব্রিজের বাইপাসে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ সন্ত্রাসীদের সনাক্ত করতে মাঠে নেমেছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/আবু জাফর