কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং বাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে সিকদারপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত জহির আহমদের ছেলে সৈয়দ হোসেন মামুন (৩৭)ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ইসমাইল (২৫)।
আটক সৈয়দ হোসেন মামুন উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) পদে কর্মরত রয়েছেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেটের মেসার্স মাস্টার জহির অ্যান্ড সন্স ট্রেডার্সে এ অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম