ময়মনসিংহে আতশবাজি তৈরির অবৈধ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে দুই নারী নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি বোরহান উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। বোরহান উদ্দিন ওই কারখানার মালিক।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিআইডি ময়মনসিংহের বিশেষ পুলিশ সুপার মো. আনিছুর রহমান। তিনি জানান, সিআইডির ঢাকা ও ময়মনসিংহের ইউনিটের যৌথ অভিযানে বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, গত বুধবার ভোরে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে বোরহান উদ্দিনের অবৈধ কারখানায় আতশবাজি তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে আধা পাকা বাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। তখন বারুইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০), দক্ষিণ বাঁশহাটি গ্রামের আবুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) নিহত হন।
জানা গেছে, তিন ভাই মিলে অবৈধ সেই কারখানা চালাতেন। এ ছাড়া প্রতিবেশী একজন ওই কারখানার সাথে জড়িত আছেন। কারখানায় বিস্ফোরণের পর বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করলে বিষয়টি জানা যায়। মামলায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। নান্দাইল থানায় মামলাটি করেন এসআই বাবলুর রহমান।
আসামিরা হলেন বোরহান উদ্দিন (৫০), তার ভাই ফকর উদ্দিন (৬০), শাহজাহান (৪০) ও প্রতিবেশী হেলিম মিয়া (৪৫)।
আতশবাজি নিষ্ক্রিয় করল সিটিটিসি
শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই কারখানা থেকে জব্দ করা বিপুল পরিমাণ আতশবাজি ও আতশবাজি তৈরির উপাদান নিষ্ক্রিয় করা হয়। নান্দাইল মডেল থানার ভেতরে এসব বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিটের একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তখন বিকট শব্দে কেঁপে উঠে পুরো পৌর এলাকা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিল নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ