কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে জালে ধরা পড়ল দেড়শ কেজি ওজনের একটি বোল পোয়া মাছ। শনিবার সকাল সাড়ে ৯টায় দ্বীপের উত্তর সৈকতে হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’ পয়েন্টে মাছটি ধরা পড়ে।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটিকে ‘ভোল মাছ’ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম রেয়ামাস বোলা (raiamas-bola)।
“বিরল প্রজাতির এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে পাঁচ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।”
সেন্টমার্টিন ইউপি সদস্য নজির আহমদ বলেন, সকালে ডেইল পাড়ার বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন জাল ফেলা হয় সমুদ্রে। ঘণ্টা খানেক পর ছোট ছোট মাছের সঙ্গে এই বড় মাছটিও জালে আটকে যায়। পরে জেলেরা সাগর থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে নিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমায় লোকজন।
টানা জালের মালিক রশিদ মাঝি বলেন, মাছটি সেন্টমার্টিন জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল দুই লাখ টাকা। পরে স্থানীয় ব্যবসায়ী সেন্টমার্টিন পূর্ব পাড়ার মোহাম্মদ ইসমাইলের কাছে মাছটি এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেছি। ইসমাইল স্পিডবোটে করে মাছটি বিক্রি করতে টেকনাফে নিয়ে গেছেন।
দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, এক বছর আগে এই সময়ে সেন্টমার্টিন দ্বীপে ৯০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল। গত কয়েক বছরে এতো বড় মাছ দ্বীপে ধরা পড়েনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।
বিডি প্রতিদিন/আরাফাত