ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা গ্রাম থেকে সুবর্ণা মিনা (১৩) নামক এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। সুবর্ণা মিনা নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহ বাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম সুরুজ খন্দকার।
পুলিশ শনিবার বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
ভাংগা থানা পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার দুপুরে মেয়েটি তার বাবা-মায়ের সাথে পার্শ্ববর্তী সদরপুর উপজেলা শহরে ঈদ মার্কেট করতে যেতে চায়। তাকে না নিয়ে বাবা-মা মার্কেটে যায়। রাত ৯টার দিকে বাড়িতে এসে বসত ঘরের আড়ার সাথে সুবর্ণার ঝুলন্ত লাশ দেখতে পায় বাবা-মা। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সুরুজ খন্দকারের তিন সন্তানের মধ্যে সুবর্ণা বড়।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান জানান সুবর্ণাকে মার্কেটে না নেওয়ায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম খান জানান, পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম