মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাটের ৫টি উপজেলায় ২০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদ উপহার হিসেবে পাচ্ছেন জমিসহ স্বপ্নের ঘর। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে জয়পুরহাটের ৫ উপজেলা ২০৬টি ঘর হস্তান্তর করা হবে। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি ও পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, সহকারী কমিশনার রিফাতুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ।
বিডি প্রতিদিন/আবু জাফর