জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫), সে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া ওরফে বড় গেল্লার সাথে তার সৎ ভাই মুছা মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার রাতে পূর্ব বিরোধের জের ধরে নিজ বাড়িতে জামাল মিয়ার সাথে মুছা মিয়ার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জামাল মিয়া গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল মিয়া ওরফে বড় গেল্লা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম