কক্সবাজারের টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইসলাম গ্রুপের সক্রিয় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ভোরে হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফ হোয়াইক্যং ২২ নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের ছেলে ব্লক-এ/১, ঘর-৩০৮ এর বাসিন্দা জাহিদ হোসেন (৩২) একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে ব্লক-সি/১, ঘর-৬২০ এর বাসিন্দা বদি আলমকে (২৭) ১টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ (শাটারগান) গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃতদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ