টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জেরে নিজের দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে চলন্ত ফ্যানে কাটাপড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ বলে অভিযোগ পাওয়া গেছে। রহস্যজনক এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘরের ভেতর থেকে নিহত দুই শিশুর লাশ এবং আহত অবস্থায় তাদের মা সাহিদা বেগমকে উদ্ধার করে।
আজ রবিবার দুপুরে উপজেলার ১নং পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সাজিম (৬) ও তার ভাই সানি (৪ মাস)। তারা উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পূর্নবাসন এলাকার ইউসুফের ছেলে। নিহত শিশুদের মা সাহিদা বেগমকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই গৃহবধূর মা সূর্য বানু জানান, ‘বেলা ১১টা বাজলেও ঘুম থেকে না উঠায় আমাদের সন্দেহ হয়। তাই আশেপাশের লোকজন ডেকে এনে বেড়া কেটে ভেতরে ঢুকি। তখন দেখি বিছানার মধ্যে দুই শিশুর লাশ ও সাহিদা বেগম অচেনত অবস্থায় পড়ে ছিল।’ তবে এ বিষয়ে নিহত শিশুদের বাবা ইউসুফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়সার জানাস, ভূঞাপুরের নিকরাইল এলাকার পূনর্বাসন কেন্দ্র থেকে দুই ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। যাদের বয়স পর্যায়ক্রমে ৬ব ছর এবং ৪ মাস। এদিকে আহত অবস্থায় তাদের মাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে মা সাহিদা বেগম তার দুই শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর নিজে চলন্ত ফ্যানের সাথে কাটা পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক