মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৯৩০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। রবিবার দুপুর ১২টায় এসব বিষয়ে প্রেস ব্রিফিং করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
জেলা প্রশাসকের সভাকক্ষে ব্রিফিংকালে তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে বগুড়ার ১২টি উপজেলায় ৯৩০টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। ১২টি উপজেলার মধ্যে সারিকান্দিতে ১৮০, ধুনটে ১৫০, শিবগঞ্জে ৬৬, সোনাতলায় ৩৫, কাহালুতে ৫৪, শেরপুরে ১০০, গাবতলীতে ৬৫, বগুড়া সদরে ৬৯, শাজাহানপুরে ৩২, নন্দীগ্রামে ১২৮, আদমদীঘি ১৫ এবং দুপচাঁচিয়ায় ৩৬টি গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পাবেন। ১ম পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা, ২য় পর্যায়ে ১ লাখ ৯১ হাজার টাকা এবং ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, বগুড়া জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ২৩০৯টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ৯৩০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, এলজিডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, গনপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহি প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সদর ইউএনও সমর কুমার পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল