ঝিনাইদহে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের চেক বিতরণ করা হয়েছে। দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে এ ফান্ডের চেক বিতরণ করে ইসলামিক ফাউন্ডেশন। আজ বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক রেজা-ই-রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ সাংবাদিকবৃন্দ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান। অনুষ্ঠান শেষে ঝিনাইদহ সদর উপজেলার ৫৮ জন দুস্থ ও অসহায়দের মাঝে ৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে শৈলকুপা ১৮ জনকে একলাখ টাকা, হরিনাকুন্ড ১০ জনকে পঞ্চান্ন হাজার টাকা, কালীগঞ্জ ১৬ জনকে আশি হাজার টাকা, মহেশপুর ১৭ জনকে নব্বই হাজার টাকা ও কোটচাঁদপুর উপজেলাতে ৬ জনকে ত্রিশ হাজার টাকাসহ ১২৫ জনকে মোট ৬ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ