মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমি ও গৃহহীন (ক শ্রেণি) আরো ৪০ জন উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সর্ম্পকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রহিম, সমবায় কর্মকতা মো. কামরুল হুদাসহ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে খাসজমিতে হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আরো ৪০টি সরকারি ঘর। প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করে কাজের মান ঠিক রেখে এসব ঘর করা হয়েছে। আসছে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই সব ভূমিহীন পরিবারদের মাঝে গৃহ হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ উপজেলার ১২টি ইউনিয়নে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদান পর্বে দুই ভাগে মোট ১শ ৪০টি টিনসেড পাকা ঘর দেয়া হয়েছে। ১ম পর্বে ১শটি ঘর গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। ২য় পর্বে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার হিসেবে পেয়েছে ৪০ জন ভূমিহীন পরিবার। ৩য় পর্যায়ে এসেও আরো ৪০ জন ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এছাড়াও আরো ২৯ টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে খাস জমি পাওয়া সাপেক্ষে প্রকৃত ভূমিহীনদের পূর্ণবাসন করা হবে বলে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ