ঈদকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক কর্মচারীদের বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে (২৪ এপ্রিল) শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে ২৯০০ শ্রমিক কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।
মোংলা বন্দর কর্তৃপক্ষও বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ডাল, চিনি, আলু, তেল, লবন, সেমাই ও দুধসহ সাড়ে ১৭ কেজি প্যাকেটের খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মো. শামীম হাওলাদার, উপ সচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলাম, বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এম এ বাতেন, মো. মহসিন, মোস্তাক আহমেদ মিঠু, কামরুজ্জামান জসিম, আফসার উদ্দিন রতন, মশউর রহমান, মাহাবুবুর রহমান টুটুলসহ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি কালিপদ গুপ্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।
অনুষ্ঠানে মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা অস্থায়ী শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্য বলেন, সব মানবিক বিপর্যয়ের মধ্যে মোংলা বন্দরে কর্মরত সকল কর্মচারীদের পাশে থাকে কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতেই বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষ এই আয়োজন করেছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল