বাংলাদেশে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউএন ওমেন এর সহযোগিতায় বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে রবিবার (২৪ এপ্রিল ) নেত্রকোনা শহরের কাটলিস্থ বিএনপিএস কেন্দ্র কার্যালয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে জেলার সিভিল সোসাইটি, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের ২৫ জন প্রতিনিধি অংশ নেন। সংলাপের সহায়ক হিসেবে ছিলেন বিএনপিএস এর উপ পরিচালক শাহনাজ সুমী ও সমন্বয়কারী নাসরীন বেগম।
সংলাপে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, জেলা মহিলা বিষযক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা, সদর উপজেলা পরিষদের বাইনস চেযারম্যান তুহিন আক্তারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল