গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বরিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদ উপলক্ষে যানজট নিরসনে বাসের টিকিট কাউন্টার মাস্টার ও কাউন্টার লাইন ম্যানদের সাথে সালনা হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন সালনা হাইওয়ে থানার এস আই খাইরুল বাশার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন। এসময় বক্তব্য রাখেন সালনা হাইওয়ে থানার (এসআই) আশরাফুল হক, (এস আই ) শহিদুল ইসলাম, গাজীপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের চন্দ্রা শাখা দপ্তর সম্পাদক আসলাম সিকদার, পৌর সভার ৫নং ওয়ার্ডের মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম