ঈদ সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ের দুই ঘাট ধরে বাড়ি ফেরা বাড়ছে। যাত্রীদের পারাপার নিরাপদ করে আরিচা ও পাটুরিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। রবিবার সকালে পাটুরিয়া ঘাটের পদ্মা রিভারভিউয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সভায় বলা হয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ঈদের আগে ও পরে ৫ দিন করে মোট ১০ দিন সাধারণ পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে। এদিন আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপদে যাত্রী পারাপার শীর্ষক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করে মানিকগঞ্জ জেলা প্রশাসন। সভায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুট, ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যাত্রী ভোগান্তি কমাতে ও যানজট এড়াতে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন। এছাড়াও বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, আনসার, নৌ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও লঞ্চ মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক