দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য সারাদেশের ন্যায় আগামী ২৬ এপ্রিল মুন্সীগঞ্জে ভূমি ও গৃহহীন ৫৪ পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। আজ রবিবার দুপুর ১২টার দিকে সার্কিট হাউসে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আগামী ২৬ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে এই উপহার তুলে দেবেন। আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে তৃতীয় পর্যায়ে মুন্সীগঞ্জে ৫৪টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে। যার প্রত্যেকটি ঘরের ব্যয় ধরা হয় ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এর আগে প্রথম পর্যায় মাত্র ৫০৮টি ও দ্বিতীয় পর্যায় ৩৩১ ঘর দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন পরিচালিত হয়। তিনি দুই শতাংশ জমির ওপর দ্বিকক্ষবিশিষ্ট প্রধানমন্ত্রীর ঈদ উপহারের লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ