কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির হাতে টেকনাফ পৌর আওয়ামী লীগের দুই নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় দলীয় সভায় তার বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
গত শনিবার উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য সাবেক সাংসদ বদিসহ তার সহযোগী হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জাহেদ হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা শেষে এক বিবৃতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, গত শনিবার বিকাল ৩টায় উপজেলার মিল্কী রিসোর্ট হলরুমে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জিত দাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘গত শুক্রবার টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় অনাকাঙ্খিতভাবে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ মনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ভুট্টো ও পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এডভোকেট মাহমুদুল হককে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক প্রকাশ চ্যাড্ডা পুতু, পৌর আওয়ামী লীগের সদস্য নুর মোহাম্মদ প্রকাশ লাস্টিপ, পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ বহিরাগত আরো কয়েকজন অতর্কিতভাবে হামলা করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এই ঘটনায় দলের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য উপজেলা আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত হয়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জাহেদ হোসেন জানান, শনিবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দুই পৌর আওয়ামী লীগ নেতা ও একজন উপজেলা আওয়ামী লীগ নেতাকে নাজেহালের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন