বগুড়ার নন্দীগ্রাম থানা ও পৌর বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নন্দীগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠিক দায়িত্বপ্রাপ্ত নেতা মীর শাহে আলমসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের এমপি মোশারফ হোসেন।
অনুষ্ঠান সফল করার জন্য নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এমপি মোশারফ হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন