গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় সোমবার সকালে সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আকবর আলী ফাউন্ডেশনের অর্থয়ানে ২০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকবর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউল করিম, সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিন সৈকত, সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল জি বারেকসহ বিভিন্ন শিক্ষকরা। এ সময় পথচারী শিশুরা ঈদের নতুন পোশাক পেয়ে অনেক খুশি তারা।
বিডি প্রতিদিন/এএ