বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮ হাজার ৮৫ টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১১টার দিকে বারইখালী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এসব জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আজিম উদ্দিন (৪৮), শহিদুল ইসলাম (৪৯), বাচ্চু খাঁন (৫০), নুরু শেখ (৪৫), মশিউর রহমান (৪০), কবির হোসেন শেখ (৫২), ফারুক হাওলাদার ও অহিদুল ইসলাম শেখ (৫৪)। এসময় জুয়ার আসর থেকে ১৮ হাজার ৮৫ টাকা পুলিশ জব্দ করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বারইখালগ্রিামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ওই ৮ জনকে হাতেনাতে গ্রেফতার হয়। কিছু টাকাও উদ্ধার হয়েছে। এ ঘটনায় এসআই শুভঙ্কর বাদি হয়ে ওই ৮ জনের নামে মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ