নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজের অসহায় স্ত্রী-সন্তানের জন্য নিজ অর্থায়নে পাকা বাড়ি বানিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সোমবার উপজেলার দিয়ার গাড়ফা গ্রামে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার স্ত্রী মোছা. মহুয়া বেগমের কাছে নবনির্মিত বাসভবনের চাবি হস্তান্তর করেন তিনি।
স্থানীয়রা জানান, গত বছরের ৬ মার্চ আমিনুল ইসলাম ইন্তাজ মারা যান। তিনি অর্থাভাবে জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। একমাত্র সন্তান জীবিকার প্রয়োজনে ঢাকায় গার্মেন্টসে নামমাত্র বেতনে চাকরি করেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর পক্ষে একটি ভগ্নপ্রায় কাঁচা ঘরে বসবাস রীতিমত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান সরেজমিন দেখে আমিনুল ইসলামের জানাজায় উপস্থিত হাজার হাজার মুসল্লিদের সামনে খুব শিগগিরই একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। তারই অংশ হিসাবে তিনি নিজস্ব অর্থায়নে নগদ প্রায় চার লাখ টাকা ব্যয়ে সংযুক্ত টয়লেটসহ দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করে দেন।
সোমবার বাড়ি হস্তান্তর উপলক্ষে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান গোলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মজিবুর রহমান মাস্টারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রয়াত নেতার স্ত্রীর হাতে বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দাই ইউপি চেয়ারম্যান মোছা. শাহানাজ পারভীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও দাসগ্রাম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. মোশাররফ হোসেন রুমি।
বিডি প্রতিদিন/এমআই