বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর বরিশাল ক্লাব চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালকুদার মো. ইউনুস, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান, মেট্রোপুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি একেএম এহসান উল্লাহ ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ সিনিয়র নেতৃবৃন্দ ও সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর চক জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ। মোনাজাতে দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম