পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের সিংড়া পৌরসভার ৪ হাজার ৬২১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, পৌর সচিব আবদুল মতিন, উপ-সহকারী প্রকৌশলী আবু মুসা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, দরিদ্র প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই