করোনার প্রকোপ কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মঙ্গলবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড মসজিদুল কোবায়, হাসপাতাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং জেলার বিভিন্ন মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন