ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এনায়েত হোসেন মন্ডলকে সভাপতি ও জুলহাস উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মফিদুল ইসলাম বলেন, বুধবার (৪ এপ্রিল) জাতীয় পার্টি ফুলপুর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ফুলপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুর মুহাম্মদ নুরু, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মো. আবুল কাসেম ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মো. জাহিদুল ইসলাম পাপ্পুসহ ফুলপুর উপজেলা জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য জোর সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি এ কমিটির অনুমোদন প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন