দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে গাছ কাটার সময় গাছ চাপা পড়ে বকুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বকুল হোসেন (৫০) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামার পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান বলেন, শুক্রবার সকালে বকুল হোসেন নিজ বাড়ির পাশে একজন শ্রমিক নিয়ে একটি কাঠের গাছ কাটছিলেন। এ সময় বকুলের হাতের সঙ্গে গাছে বাঁধানো দড়ি লাগানো ছিল। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি হেলে পড়ার সাথে সাথে বকুল ছিটকে পড়ে যায়। এতে কাটা গাছের গুড়িটি বকুলের মাথায় এসে আঘাত করেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকিরুল ইসলাম বলেন, বকুল হোসেনের মাথায় গুরুতর আঘাত পায়। তার মাথায় ব্রেইনে ইনজুরী হয়েছে এবং কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই সে মারা যান।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, দামারপাড়া গ্রামের গাছ চাপায় বকুল হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএ