দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতে মারুফ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন (৯) ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের লাবু মিয়ার ছেলে। তার বাবা-মা ঢাকার একটি পোষাক কারখানায় চাকুরী করার কারনে একই উপজেলার বেগুনবাড়ি গ্রামে নানা আবু তালেবের বাড়িতে থাকতেন।
এ ব্যাপারে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী জানান, শুক্রবার বাড়ির পাশের জমিতে বন্ধুদের নিয়ে খেলাধুলা করাকালীন সময় হঠাৎ বজ্রপাত হয়। এসময় তড়িঘড়ি করে অন্যান্য খেলার সাথীরা নিরাপদ স্থানে আসলেও ঘটনাস্থলে বজ্রপাতে ওই শিশু মারুফের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ