ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী এলাকায় সংঘটিত ধারাবাহিক মানবতা বিরোধী অপরাধের দায়ে রাশিয়ার সেনাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত, এমনটাই বলেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টির দাবি, সরেজমিন থেকে পাওয়া তদন্ত প্রতিবেদনে এই যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে।
সংস্থাটির দাবি, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার গুলি ও নির্যাতন চালানো হয়েছে।
অ্যামনেস্টির জেষ্ঠ্য সঙ্কট-সাড়া বিষয়ক উপদেষ্টা দোনাতেলা রোভেরা বলেন, ‘এটা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় একইরকম ঘটনা ঘটেছে।’
রাশিয়ার সেনাদের ফেলে যাওয়া নানা তথ্য-প্রমাণ ও স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকারের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি।
ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। তবে রাশিয়া বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল