গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা প্রকৌশলীর নব নিযুক্ত প্রধান প্রকৌলী শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধান প্রকৌশলী শাহ নইমুল কাদের সফর সঙ্গীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধু ও তার পবিারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারসহ বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল