ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বুধবার বেলা ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রীতম কুমার হোড় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান,সাংবাদিক এডভোকেট কোরবান আলী প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন