নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূর্বশত্রুতার জের ধরে মো. আইমন (২০) নামে এক ব্যবসায়ীকে শনিবার রাতে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতে তিনজনকে আটক করেছে। আজ রাত ৮ টায় চৌমুহনীর হোসেন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, তুচ্ছ ঘটনা ও কথা কাটাকাটির জের ধরে চৌমুহনীতে ব্যবসায়ী আইমনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
অপর দিকে, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোটভাইয়ের লাঠির আঘাতে বড়ভাই দেলোয়ার হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে রাতে সে মারা যায়।
জানা যায় ,জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোটভাই আবদুল হাই মাস্টার বড়ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, কিছু দিন আগে নিহত দেলোয়ার তার অপর ভাই মাঈন উদ্দিন ও আবদুল হাই মাস্টারের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি অভিযোগ দেন।
বিডি-প্রতিদিন/শফিক