আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালী উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, মীর মেহেদী হাসান রুবেল, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আলমগীর সোহেল, সদস্য সচিব সজল মোল্যা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন