বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছাতক উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আজ দিনব্যাপী মজর নগর, কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বাশখলা গ্রাম, এসপিপিএম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র,ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন এলাকার বন্যাকবলিত পানিবন্ধি দুই হাজার মানুষের মাঝে রান্না করা মোরগ পোলাও বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শাহিন আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহবাব তালুকদার সাজু, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কাজল,মামুন মিয়া, বিল্লাল আহমদ,রফিকুল ইসলাম সাঈদ, হুমায়ুন কবির রুবেল ,ছাতক পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, রুমন মিয়া, তালাল তালুকদার, তানজিদ চৌধুরী, জুয়েল আহমদসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ