‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ