রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেন উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
সভায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহসভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হক সাধন, হারুণ অর রশিদ হারুনসহ উপজেলা কমিটির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ